Tomar Moha Biswe - Manomay Bhattacharya

Tomar Moha Biswe

Manomay Bhattacharya

00:00

04:21

Song Introduction

এই গানের সম্পর্কে বর্তমানে কোনও তথ্য উপলব্ধ নেই।

Similar recommendations

Lyric

তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু

তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু

আমরা অবোধ, অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু

কিছু হারায় না তো কভু

তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু

তোমার মত তোমার ভুবন

চির পূর্ণ, হে নারায়ণ

তোমার মত তোমার ভুবন

চির পূর্ণ, হে নারায়ণ

দেখতে না পায় অন্ধ নয়ন তাই এ দুঃখ প্রভু

তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু

ঝরে যে ফল ধূলায় জানি, হয় না কভু হারা

ঐ ঝরা ফলে নেয় যে জনম তরুণ তরুর চারা

জানি, হয় না কভু হারা

ঝরে যে ফল ধূলায় জানি, হয় না কভু হারা

ঐ ঝরা ফলে নেয় যে জনম তরুণ তরুর চারা

জানি, হয় না কভু হারা

হারালো মোর প্রিয় যারা

তোমার কাছে আছে তারা

হারালো মোর প্রিয় যারা

তোমার কাছে আছে তারা

আমার কাছে নাই তাহারা, হারায় নি কো তবু

তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু

আমরা অবোধ, অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু

কিছু হারায় না তো কভু

তোমার মহাবিশ্বে কিছু হারায় না তো কভু

- It's already the end -