00:00
03:34
এই গান সম্পর্কে আপাতত কোনো তথ্য নেই।
যদি নাই বা থাকি কাছে, ওগো বকুল, তুমি ফুটো
যদি নাই বা থাকি কাছে, ওগো বকুল, তুমি ফুটো
মৌমাছি গো, গুনগুনিয়ে সুর ধরিয়ে দিয়ো
ওগো বকুল, তুমি ফুটো
রামধনু গো, উঠো
নীলাঞ্জনা, আকাশ পাড়ে রঙ ছড়িয়ে যেয়ো
মৌমাছি গো, গুনগুনিয়ে সুর ধরিয়ে দিয়ো
ওগো বকুল, তুমি ফুটো
♪
ওগো ঝুমকো লতা, চরণ আমার জড়িয়ে ধরো না
তোমায় ছেড়ে যেতে আমায় বারণ করো না
দূরে যদি থাকি পথে
সবার প্রাণে এ গান গেয়ে সুর ধরিয়ে দিয়ো
মৌমাছি গো, গুনগুনিয়ে সুর ধরিয়ে দিয়ো
ওগো বকুল, তুমি ফুটো
♪
যখন থাকবো না গো চেয়ে দেখো আমার চোখের জল
♪
যখন থাকবো না গো চেয়ে দেখো আমার চোখের জল
পদ্মপাতায় শিশির হয়ে করছে টলোমল
তোমরা ছিলে সুখে দুখে সবাই সাথী মোর
কথা দিলাম ভুলবো না গো, এই যে রাখীডোর
বাতাস, তুমি বয়ে গিয়ে
সবার খবর দিয়ে আমার মন ভরিয়ে দিয়ো
মৌমাছি গো, গুনগুনিয়ে সুর ধরিয়ে দিয়ো
ওগো বকুল, তুমি ফুটো
যদি নাই বা থাকি কাছে, ওগো বকুল, তুমি ফুটো
মৌমাছি গো, গুনগুনিয়ে সুর ধরিয়ে দিয়ো
ওগো বকুল, তুমি ফুটো