Amar Raat Pohalo - Rezwana Choudhury Bannya

Amar Raat Pohalo

Rezwana Choudhury Bannya

00:00

04:24

Song Introduction

বর্তমানে এই গানটির সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Similar recommendations

Lyric

আমার রাত পোহালো শারদ প্রাতে

আমার রাত পোহালো

বাঁশি, বাঁশি, তোমায় দিয়ে যাবো কাহার হাতে

আমার রাত পোহালো শারদ প্রাতে

আমার রাত পোহালো

তোমার বুকে বাজলো ধ্বনি

বিদায়গাঁথা, আগমনী, কত যে

ফাল্গুনে শ্রাবণে, কত প্রভাতে রাতে

আমার রাত পোহালো শারদ প্রাতে

আমার রাত পোহালো

যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে

গানে গানে নিয়েছিলে চুরি করে

অগোচরে

যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে

গানে গানে নিয়েছিলে চুরি করে

অগোচরে

সময় যে তার হল গত

নিশিশেষের তারার মতো

হল গত

সময় যে তার হল গত

নিশিশেষের তারার মতো

হল গত

শেষ করে দাও শিউলিফুলের মরণ-সাথে

আমার রাত পোহাল শারদ প্রাতে

আমার রাত পোহাল

বাঁশি, বাঁশি, তোমায় দিয়ে যাবো কাহার হাতে

আমার রাত পোহালো শারদ প্রাতে

আমার রাত পোহালো

- It's already the end -