Protidino Ami - Srabani Sen

Protidino Ami

Srabani Sen

00:00

05:21

Song Introduction

বর্তমানে এই গানের সাথে সম্পর্কিত কোনও তথ্য নেই।

Similar recommendations

Lyric

প্রতিদিন আমি হে জীবনস্বামী

দাঁড়াব তোমারি সম্মুখে

প্রতিদিন আমি

করি জোড়কর, হে ভুবনেশ্বর

দাঁড়াব তোমারি সম্মুখে

প্রতিদিন আমি

তোমার অপার আকাশের তলে

বিজনে বিরলে হে

তোমার অপার আকাশের তলে

বিজনে বিরলে হে

নম্র হৃদয়ে নয়নের জলে

দাঁড়াব তোমারি সম্মুখে

প্রতিদিন আমি

তোমাড় বিচিত্র এ ভবসংসারে

কর্মপারাবারপারে হে

নিখিল ভুবন লোকেরও মাঝারে

দাঁড়াব তোমারি সম্মুখে

তোমার এ ভবে মম কর্ম যবে

সমাপন হবে হে

তোমার এ ভবে মম কর্ম যবে

সমাপন হবে হে

ওগো রাজরাজ, একাকী নীরবে

দাঁড়াব তোমারি সম্মুখে

প্রতিদিন আমি

- It's already the end -